বগুড়ার মহাস্থানের শিলা দেবীর ঘাট এলাকা থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ গুলিবিদ্ধ অবস্থায় হত্যা মামলার আসামি ইফতেখারুল আলম বিশালকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে শিবগঞ্জ থানা পুলিশের অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে বিশাল পায়ে গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হয়।
পরে আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশাল মহাস্থান পূর্বপাড়ার আজিজুল ইসলামের পুত্র।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোমবার মহাস্থান ডিগ্রী কলেজ এলাকায় শাহীন মিয়া (২৭) নামে এক সেলুন কর্মী ছুরিকাঘাতে খুন হয়। এই হত্যাকান্ডে অন্যতম অভিযুক্ত বিশালকে গ্রেফতারে অভিযান শুরু হয়।
রাত ৩ টার দিকে বিশাল তার ২ সহযোগীকে নিয়ে শিলাদেবীর ঘাট এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে যায়। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিময়ের পর বিশালকে পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করে। গুলিবিদ্ধ বিশলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার আরও জানান, বিশালের কাছ থেকে ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল