রাঙামাটি জেলায় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। একই সাথে বাড়ছে পাহাড়ের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর আত্মকর্মসংস্থানও। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৫.২৩ শতাংশ, অস্থায়ীভাবে গড়ে উঠা প্রতিষ্ঠান ২.৫০ এবং সামজিকভাবে গড়ে উঠা প্রতিষ্ঠান ২.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা পরিসংখ্যানের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে অর্থনৈতিক শুমারীর এ তথ্য প্রকাশ করা হয়।
এসময় রাঙামাটি পার্বত্য জেলার অর্থনৈতিক শুমারী রিপোর্ট ২০১৩ এর প্রকাশনার মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ পরিসংখ্যানের ব্যুরো প্লানিং এন্ড ডেভেল্যাপম্যন্টের উপ সচিব মো. জাফর আহমেদ খান। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো, আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাঙামাটি জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক মানবেন্দ্র নারায়ন দেওয়ান, পরিসংখ্যানের ব্যুরো উপ-পরিচালক গোলাম মোস্তফা, রাঙামাটি জেল পরিসংখ্যানের সহকারী পরিচালক মো. সাঈদুল হক প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথির হিসেবে বাংলাদেশ পরিসংখ্যানের ব্যুরো প্যালানিং এন্ড ডেভেল্যাপম্যন্টের উপসচিব মো. জাফর আহমেদ খান বলেন, বর্তমানে তথ্য ও প্রযুক্তির ব্যাপক উন্নয়নের প্রেক্ষিতে যে কোন বিষয়ে পরিসংখ্যান প্রনয়ণ সহজতর এবং দ্রুত হয়েছে। পরিসংখ্যানগত বিষয়ে স্বচ্ছতা ও বৃদ্ধি পেয়েছে। একটি দেশের অর্থনেতিক উন্নয়নের বর্তমান চিত্র বিবেচনা করেই ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। এই প্রতিবেদনে দেশের প্রতিটি জেলার অর্থনৈতিক শুমারী অন্তর্ভূক্ত হওয়াতে জেলা ভিত্তিক অর্থনেতি কর্মকান্ড বিষয়ে স্বচ্ছ ধারনা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, একটি দেশের সার্বিক উন্নয়ন এবং উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য পরিসংখ্যানের প্রয়োজন অপরিসীম। তাই পরিংখ্যানে এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে এক যোগে কাজ করতে হবে। সঠিক তথ্যের মাধ্যেমে পরিসংখ্যানের অগ্রগতি ধরে রাখতে হবে। একটা সময় আমাদের দেশে পরিসংখ্যানের কার্যাক্রম তেমন প্রতিফলিত ছিলনা। কিন্তু বর্তমান যুগে তথ্য প্রযুক্তি উন্নয়নের কারণে পরিসংখ্যান সংরক্ষণ করা যাচ্ছে। প্রকাশ পাচ্ছে এ সফলতা। আর এ বাংলাদেশে লোক সংখ্যাসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা মানুষ জানতে পারছে। এছাড়া পার্বত্যাঞ্চলের বসবাসরত রহিঙ্গাদেরও পরিসংখ্যানের মাধ্যমে তার সঠিক তথ্যও নিধারণ করা হয়েছে।
সেমিনারে সরকারী কর্মকর্ত, সাংবাদিক, জন প্রতিনিধি, পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা, শিক্ষকসহ ৫০ জন অংশ নেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল