বাগেরহাটে জেলা পরিষদে অন্য কোন দলের প্রার্থী না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের নেতারা একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন।
তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুসহ সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন নির্বাচিত হয়েছেন। এখন সাধারণ সদস্যের ১২টি পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যের ৩টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন এক হাজার ৩৬ জন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকতা রুহুল আমীন জানান, জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব