আগামকিাল বুধবার মাগুরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলার ১৫টি কেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে পুলিশ।
জেলা নির্বাচন অফিস ও মাগুরা পুলিশ সুপার জানান, জেলা পরিষদ নির্বাচনে মোট ১৫টি কেন্দ্র থাকবে। সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২৭৪ জন পুলিশ সদস্য, ২২৫ জন আনসার সদস্য, বিজিবি, র্যাব, স্টাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেত্বতে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী মাঠে কাজ করবে।
এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৩৮ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে ৪৭৬ জন ভোটার ১৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার কাজ করবে। ৩৬ টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে মাগুরা জেলা পরিষদ গঠিত হয়েছে ।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল