বুধবার ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলার মধ্যে রাজাপুরের সংরক্ষিত ২ নং আসনে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা মুন্নি (ফুটবল) ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনিরের বোন লিপি আক্তার (টেবিল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ৫ নং আসনে (সাতুরিয়া-শুক্তাগড়) আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খান (তালা), গিয়াস উদ্দিন (হাতি), মোঃ ইদ্রিস আলী (অটোরিক্সা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতুরিয়া, রাজাপুর ও বড়ইয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুন দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা মুন্নি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সোবাহান খানের সমর্থন দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা দুটি বুথ থাকবে। সংরক্ষিত আসনের মোট ভোটার সংখ্যা ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ ও নারী ভোটার ১৯ জন। সাধারণ আসন-৫ এ ভোটার সংখ্যা রয়েছে ২৬ জন। ১ নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে সাধারণ সদস্য পদের ভোট গ্রহণ করা হবে। সাতুরিয়া ইউনিয়নের আমতলা গ্রামের ইউপি সদস্য বাচ্চু হাওলাদার ভান্ডারিয়ার মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
একক প্রার্থী থাকায় ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম, সংরক্ষিত আসনে সদস্য পদে রেবা রাণী মন্ডল (আসন-১), শারমিন মৌসূমী কেকা (আসন-৩), সেজুতি বিশ্বাস (আসন ৪), নাসিমা আক্তার (আসন-৫)। সাধারন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শাখাওয়াত হোসেন অপু সিকদার (আসন-১), এসএম আমিনুল ইসলাম (আসন-২), মোঃ মনিরুজ্জামান (আসন-৩), ফয়জুর রব আজাদ (আসন-৪), অধ্যক্ষ মোঃ গোলাম বারী (আসন-৬), আঃ রশিদ হাওলাদার (আসন-৭), আব্দুল মান্নান মিয়া “অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল পিপি” (আসন-৮), সালাহউদ্দিন আহমেদ সালেক (আসন-৯), সাইদুর রহমান সেন্টু (আসন-১০), মোহাম্মদ আলী খান (আসন-১১), আব্দুল ওয়াহেদ খান (আসন-১২), মাহবুব হোসেন (আসন-১৩), খন্দকার মুজিবুর রহমান (আসন-১৫), ইঞ্জিনিয়ার মোঃ হাতেম আলী (আসন-১৬)।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল