টঙ্গীতে অপহরণের চার দিনেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় এরশাদনগর বস্তির একদল দুর্বৃত্ত ওই মেয়েটিকে গত ২৪ ডিসেম্বর অপহরণ করে বলে মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন। সে টঙ্গীর এরশাদ নগর মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
মেয়েটির বাবা শাহজালাল জানান, গত শনিবার রাত ৭টায় নানার বাড়ি থেকে এরশাদনগর ৩ নম্বর ব্লকের বাসায় ফিরার পথে এলাকার সাগর তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে। তিনি এ ব্যাপারে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নারী নির্যাতন সেলের মাধ্যমে টঙ্গী মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
পরে পুলিশ এলাকায় তদন্তে গেলে সাগরের বাবা জমির, মা রোকসাসা, চাচা ফজল ও দাদী খতু বেগম মেয়েটিকে এক দিনের মধ্যে উদ্ধারের আশ্বাস দিলে পুলিশ ফিরে যায়।
এদিকে মেয়েটি এখনও উদ্ধার না হওয়ায় পরিবারে শোকের মাতম চলছে। এব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাগরের পরিবার আরও ১দিনের সময় চেয়েছে এর মধ্যে মেয়েটিকে ফেরৎ না দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল