বঙ্গোপসাগরে বাংলাদেশি ফিশিং ট্রলার লক্ষ্য করে গুলি করেছে মিয়ানমার নৌবাহিনী। এতে ৬ জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বিকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জেলেরা হলেন, কক্সবাজার নুনিয়ার ছড়া এলাকার আসলাম মাঝির ছেলে উসমান গনি, একই এলাকার মোঃ শফির ছেলে রফিকুল, সুলতান আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম, আলী আহাম্মদের ছেলে নূর আহাম্মদ, আব্দুল আজিজের ছেলে মোঃ আলম ও আব্দুর রাজ্জাকের ছেলে উসমান গনি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
জানা যায়, বিকাল ৩ টার দিকে কক্সবাজারের নুনিয়ার ছড়া এলাকার রহিম সওদাগরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নূর আহাম্মদ মাঝির নেতৃত্বে মাঝি-মাল্লারা সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের পূর্ব দিকে দেশীয় জলসীমায় মাছ শিকারে যায়। এসময় হঠাৎ করে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ ফিশিং ট্রলারটি ধাওয়া করে গুলি করতে থাকে। পরে বাংলাদেশি জেলেরা নিজেদের রক্ষায় ট্রলার নিয়ে সেন্টমার্টিনের দিকে ছুঠে আসালেও ৬ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে টেকনাফ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নূর আহাম্মদ জানান, বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনী কক্সবাজারের একটি ফিশিং ট্রলার লক্ষ্য করে জেলেদের উপর গুলি বর্ষণের বিষয়টি শুনেছি। গুলিবিদ্ধ জেলেদের টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে সরকারি সংস্থাগুলো পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন।
সেন্টমাটিন নৌবাহিনীর কমান্ডার লে. শমসিদ জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশী একটি ফিশিং ট্রলারে জেলেদের লক্ষ্য করে গুলি করার বিষয়টি শুনেছি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল