গাজীপুরের শিববাড়ি এলাকায় ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রাত পৌনে ৮টার দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশে ওই দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রচীর ঘেঁষে লাকড়ি ও ঝালাই দোকানসহ ৪টি দোকানে আগুন লাগে।
পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল