বরিশাল নগরীতে এক গোপন অভিযানে ইয়াবাসহ মো. রাজন খাঁন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে তার ভাড়া বাসা থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক রাজন খান ওরফে হিরা মুন্সীগঞ্জের ষোলঘর এলাকার মৃত শাহজাহান খাঁনের ছেলে। সে মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন নিউজ ভাটিখানা এলাকার সেকশন রোডের ‘হাজী মো. হানিফ মঞ্জিল’ এর ভাড়াটিয়া।
পুলিশের এ অভিযানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফরহাদ সরদার নেতৃত্ব দেন। রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) তানজিল জানান, "এ ঘটনায় আটকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৫