মাদারীপুরের শিবচর উপজেলায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকার সুকুমার স্বর্ণকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত সবুজ আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর গ্রামের উজ্জ্বল আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে র্যাব পরিচয়ে পাঁচ ডাকাত ওই বাড়িতে যায়। ডাকাতরা নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। এরপর ঘরে প্রবেশ করে তারা নিজেদের র্যাব পরিচয় দেয়। এক পর্যায়ে বাড়ির গৃহকর্তাকে ঘর থেকে টেনে বের করে বাহিরে নিয়ে গেলে সন্দেহের সৃষ্টি হয়। বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। এসময় ডাকাতরা পালিয়ে গেলে মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল