পিরোজপুর শহরের সোহরাওয়ার্দি কলেজের সামনের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আল-মামুন জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল