বগুড়ার শেরপুরে দু'টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছেন একটি ট্রাকের হেলপার।
বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা।
নিহত দেলোয়ার হোসেন শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
সোহেল রানা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী সিমেন্টের খুঁটি বোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন। আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব