লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
শহরের আলীয়া মাদ্রাসা (৯নং ওয়ার্ড) ভোট কেন্দ্রে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভোট কক্ষে প্রবেশ করতে দেননি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ক্যামেরার সামনে বক্তব্য দিতেও রাজি হননি প্রিজাইডিং অফিসার ডা. মো. হাবিবুর রহমান ও ওই কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
সকাল ৯টার দিকে পৌরসভার মেয়র আবু তাহেরের নেতৃত্বে পৌর কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে হাজির হন। এসময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী মো. শামছুল ইসলাম (আনারস প্রতীক) ওই কেন্দ্রে আসেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে প্রবেশ করেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া প্রতীক)। এসময় তিনি বলেন সুষ্ঠু ভোট অনুষ্ঠান হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ফলাফল মেনে নিবেন তিনি।
অপরদিকে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৭ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য ৮২১ জন ওয়ার্ডভিত্তিক নির্ধারিত ১৫টি ভোট কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ