সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১১জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সদস্য পদে সাতটি ও সংরক্ষিত নারী সদস্য পদে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগের সঙ্গেই আওয়ামী লীগের লড়াই হচ্ছে।
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথমে ভোটারদের উপস্থিতি ছিল না। তবে ১০টার পর ভোটারদের সংখ্যা বাড়ছে। জেলার ১১টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সাধারণ সদস্য পদে ১৯জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৮৭৭। নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুননাহার জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা