নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে আদালতের নির্দেশে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জয়াগ মহাবিদ্যালয় কেন্দ্র ও কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য পদে আদালতের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করে দেয়ে নির্বাচন কমিশন।
জেলায় ভোট কেন্দ্র ১৫টি। ভোটার সংখ্যা ১২৪০। চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইন শৃঙ্খলা রক্ষায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, এক প্লাটুন কোস্টগার্ড, র্যাবের ৩টি টিম নিয়োজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ