প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বগুড়ায় চেয়ারম্যানসহ সাধারণ আসনের ৩ টি ওয়ার্ডে সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মামলা থাকায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
২৭ ডিসেম্বর প্রেরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এটিএম আমিনুল ইসলাম হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে রুল এবং অন্তবর্তীকালীন আদেশ লাভ করেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল করায় আপিল বিভাগ তা শুনানীর জন্য আগামী ৫ জানুয়ারী তারিখ ধার্য করেছেন। একারণে বগুড়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠেয় নির্বাচন, কমিশন কর্তৃক পরবর্তী সিদ্বান্ত প্রদান না করা পর্যন্ত স্থগিত থাকবে। একই কারণে জেলার সাধারণ আসনে ৬, ১২ ও ১৪ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে।
বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, বিভিন্ন অভিযোগে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থী এটিএম আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী আনোয়ার হোসেন, ১২ নং ওয়ার্ডের ফজলুল বারী নয়ন ও ১৪ নং ওয়ার্ডের আমিনুর রহমানের প্রার্থীতা বাতিল হয়। পরে তারা উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পায়। নির্বাচন কমিশন থেকে তাদের প্রার্থীতার বিরুদ্ধে আপিল করা হয়। আপিল বিভাগ তা শুনানীর জন্য ৫ জানুয়ারী তারিখ নির্ধারন করেছে। একারণেই চেয়ারম্যানসহ ৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আশরাফ উদ্দিন জানান, চেয়ারম্যান ও ৩টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিতে কমিশনের প্রজ্ঞাপন পেয়েছি। তাই উল্লেখিত পদে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল