পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটাররা ভোট দিতে আসা শুরু করেন ১০ টার পরে। পাঁচটি উপজেলা এবং একটি পৌরসভা থেকে মোট ৫৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই জেলায় চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৫টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৪টি ওয়ার্ডে ১২ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলায় ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৫৮২ জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪৭ জন এবং নারী ভোটার ১৩৫ জন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল