শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা ২টা পর্যন্ত। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
জেলায় সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪৭ ও সংরক্ষিত মহিলা আসনে ১৭ জন প্রার্থীসহ মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, সকাল থেকেই জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, আইন শৃংখলা রক্ষায় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে শান্তিপূণভাবে ভোট দিতে পেরে ভোটাররাও খুশি।
জেলায় ১৫ টি ওয়ার্ডে মোট ১৬শ’ ৫ জন ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ২৩১ জন ও নারী ভোটার ৩৭৪ জন। এসব ৩০টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে একক প্রার্থী হওয়ায় সাধারণ আসনে ১৩নং ওয়ার্ডে খন্দকার শফি উদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে সাধারণ আসনের সদস্য বদিউল আলম মঞ্জুকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল