সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ১৫ জন।
বুধবার উপজেলার বেলতৈল ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক।
নিহত হাবিবুর রহমান হাবু ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও পেশায় একজন কৃষক।
রেজাউল হক বলেন, শ্রীফলতলা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ গংয়ের সাথে একই গ্রামের হাবিবুর রহমান গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে বুধবার সকালে বিবাদমান ওই জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাবিবুর রহমান হাবুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে হাবিবুর রহমান হাবুকে আশ১্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব