জামালপুর জেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে চেয়ারম্যানের ব্যালট ভোটারদের না দিয়ে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে জোরপূর্বক সরকার সমর্থিত প্রার্থীর ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে।
জামালপুর সদরের তুলশীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ৬৫ জন। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান পদের সবগুলো ব্যালটেই সিল মারেন প্রিজাইডিং অফিসার।
ভোটকেন্দ্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর আনারস প্রতীকের দায়িত্বরত এজেন্ট আব্দুল্লাহ আল মামুন ঠান্ডা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ অভিযোগ করেন, কেন্দ্রে ভোট শুরু হবার পর থেকে ভোটারদের হাতে মেম্বার ও সংরক্ষিত মেম্বার প্রার্থীর ব্যালট ধরিয়ে দিয়ে চেয়ারম্যানের ব্যালটে অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ারের ঘোড়া মার্কায় প্রিজাইডিং অফিসার নিজেরাই সিল মারে।
এ প্রসঙ্গে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ বাকী বিল্লাহ জানিয়েছেন, এ ব্যাপারে রিটার্নিং অফিসার জামালপুরের জেলা প্রশাসকের নিকট অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তবে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব