কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টর্গাড। মঙ্গলবার রাতে চালানো এক অভিযানে ১ বস্তা ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার সাব লে: আশমাদুল ইসলাম এর নেতৃত্বে একদল কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন দ্বীপের অদুরে একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার ধাওয়া করে। এময় ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে কোস্টগার্ড লক্ষ্য করে পাথর ছুড়লে ঐ ট্রলারকে থামানোর লক্ষ্যে এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে কোষ্টর্গাড।
এতে ইয়াবা পাচারকারীরা ট্রলার থেকে একটি বস্তা সাগরে ফেলে দ্রুত গতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর বস্তাটি উদ্ধার করে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে আসা হয়। পরে বস্তা খুলে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টগার্ড চট্রগ্রাম জোনাল কমান্ডার উমর ফারুক।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল