টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে যাত্রীবাহি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইমলাম (৩০)। তার বাড়ি পাবনায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের সল্লায় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা