আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুর বেসরকারিভাবে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার শেষ হওয়া নির্বাচনে তিনি ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সর্মথিত প্রার্থী অ্যাড. মিয়াজান আলী পেয়েছেন ৮৪ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ৫৫ ভোট ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে মেহেরপুরে মোট ২৬৯ ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব