ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাস 'চশমা' প্রতীক নিয়ে ৫৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (স্বতন্ত্র) প্রার্থী এম হারুন অর রশীদ 'আনারস' প্রতীক নিয়ে ৩৯২ ভোট পেয়েছেন। সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ