চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মইনুদ্দিন মন্ডল ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ পেয়েছেন ২৩৬ ভোট।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ কাজ করেন। টহলে ছিল বিজিবি ও র্যাব সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই নির্বাচনে জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন ৬৫৮ জন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম