বরিশাল জেলা পরিষদ নির্বাচনে গৌরনদী ভোট কেন্দ্রে ৯২ ভোটের মধ্যে ৯০ ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. মাইদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী খান আলতাফ হোসেন ভুলু পেয়েছেন মাত্র ২ ভোট। তবে তিনি অনুপস্থিত ছিলেন।
গৌরনদী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম জানান, গৌরনদী কেন্দ্রে মোট ভোট ৯৩টি। কাস্টিং ভোটের সংখ্যা ৯২টি। এর মধ্যে মো. মাইদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৯০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খান আলতাফ হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ ভোট।
সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রে সকাল ১০টার মধ্যে অধিকাংশ ভোটার ভোট দেয়ার জন্য কেন্দ্রে জড়ো হন এবং দুপুর ১২টায় ভোট গ্রহণ শেষ হয়। প্রার্থী ইউনিয়ন পরিষদের সদস্য করিম লস্কর ইটালীতে অবস্থান করায় (ভোট নং ১৩) তার ভোটটি প্রয়োগ করা হয়নি। গৌরনদী কেন্দ্রে পুরুষ বুথে ইদ্রিস হাওলাদার নামে খান আলতাফ হোসেন ভুলুর একজন এজেন্ট পাওয়া গেলেও মহিলা বুথে তার কোনো এজেন্ট ছিল না।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম