মাগুরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি 'ঘোড়া' প্রতীকে ২৭০ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আমির ওসমান রানা 'চশমা' প্রতীকে ১৭৯ ভোট পেয়েছেন।
শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি আনারস মার্কা প্রতীকে ৫টি ভোট পেয়েছেন।
উচ্চ আদালতের আদেশে মাগুরার মহম্মদপুর সদর (জেলা পরিষদের ১১ নম্বর ভোট কেন্দ্র) ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। এছাড়া ৪৯৪টি ভোটের মধ্যে ৪৫৪ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম