সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেল পৌঁনে ৪টায় চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী মো. মইদুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খান আলতাফ হোসেন ভুলু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫ ভোট। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭১৩ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মইদুল ইসলাম।
রিটার্নিং অফিসার বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানিয়েছেন, ১৫টি কেন্দ্রের সবগুলোতে সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলায় মোট ১ হাজার ২শ' ৪০জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ২শ’ ২৪ জন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়েছে। বরিশালের ১৫ কেন্দ্রে ভোট প্রদানের হার ৯৮.৭ ভাগ।