কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জাফর আলী 'আনারস' প্রতীকে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পনির উদ্দিন আহমেদ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭৯ ভোট।
জেলার ৯ উপজেলায় ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ৬৮টি।
জেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, বিলুপ্ত ছিটমহলে লাগোয়া ৩টি ইউনিয়নে ৩১ অক্টোবর নির্বাচন হওয়ায় সেখানকার নির্বাচিত প্রতিনিধিরা ভোটার হতে পারেননি। প্রতিনিধিদের পক্ষে ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাতেনের রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।
এ কেন্দ্রের ভোট স্থগিত থাকলেও নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মো. জাফর আলী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭১ ভোটে বেশি থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে ভোট চলাকালীন উলিপুর উপজেলায় পরাজিত প্রার্থী পনির উদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করা হয়। এসময় প্রার্থীসহ ৫ জন আহত হন। পরে পুলিশি প্রহরায় তাকে উলিপুর থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম