সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর দলীয় সমর্থনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আনারস প্রতীকে ৭৯৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ এনামুল হক সরদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩টি ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটের ১৫টি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। লুৎফুর রহমান ১২টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন। এনামুল হক সরদার ২টি ওয়ার্ডে বিজয়ী হন এবং অপর ওয়ার্ডে এ দুই প্রার্থীর ভোট ছিল সমান।