চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আবেদীন খোকন (মোবাইল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২৬৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু (মোটরসাইকেল) পেয়েছেন ২৪৭ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বুধবার বিকেলে এ ফলাফল ঘোষণা করেন।