মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিয়াজ উদ্দিন খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আয়নাল শেখসহ তিন-চার জন প্রবেশের সময় ওই স্থানে উপস্থিত স্থানীয়রা বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উত্তেজনার খবর পাওয়া গেছে।
সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি পদে প্রার্থীরা অংশ গ্রহণ করে। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫টি ওয়ার্ডের মধ্যে ৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ায় বাকি দুটি পদে নির্বাচন হয়েছে।
জেলার এই কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, মাদারীপুরে ৪ উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৯টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ৩০টি বুথে ভোট প্রয়োগ করে। ১ জন চেয়ারম্যান, ৫ জন সংরক্ষিত সদস্য ও ১৫ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম