কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
জব্দ মালামালগুলো হলো- ৮৭৪টি শাড়ি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ১০ হাজার, হুইস্কি ১৫ বোতল, শাল চাদর ১৬টি, ল্যাকটোজেন ১৫ প্যাকেট, বিস্কুট ২ কার্টুন, আতশবাজি ১৩ হাজার ২৫০টি।
আজ বুধবার বিকেলে জব্দ মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এবং অন্যান্য মালামাল কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালামালগুলো জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম