জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান মোশারফ হোসেন জয়লাভ করেছেন। জেলায় মোট ১ হাজার ২৯ ভোটের মধ্যে আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯৩০ ভোট। তার নিকটতম দলের বিদ্রোহী প্রার্থী নূর মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার পেয়েছেন ঘোড়া প্রতীকে ৭৬ ভোট।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর বিদ্রোহী প্রার্থী হলেও পরে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।