নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. এ বি এম জাফর উল্লাহ 'টেবিল ফ্যান' প্রতীকে ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. এ কে এম জাফর উল্লাহ (চশমা) প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়েছেন।
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে ১২৪০জন ভোটারের মধ্যে ১১০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আজ বুধবার সন্ধ্যা ৫টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বেসরকারিভাবে এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জেলায় ভোট কেন্দ্র ১৫টি। ভোটার সংখ্যা ১২৪০। চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম