নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
মোটর সাইকেল প্রতীকে তিনি ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ সমর্থীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি পান ৪১১ভোট।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে রির্টানিং অফিসার জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম