সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৪জন এবং বিদ্রোহী ৩জন বিজয়ী হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত ২জন এবং বিদ্রোহী ১জন বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলো-কামারখন্দের ৫নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান ওরফে আমিনুল ইসলাম, রায়গঞ্জের ৭নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী গোলাম হাসান সরকার সুমন, চোহালী ১৫নংওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম ওরফে গনি মোল্লা, তাড়াশের ৯নং ওয়ার্ডে দলীয় প্রার্থী মোফাজ্জল হোসেন, উল্লাপাড়ার ১১নং ওয়ার্ডে দলীয় প্রার্থী গোলাম মোস্তফা, শাহজাদপুরের ১৪নং ওয়ার্ডে দলীয় প্রার্থী শাহজাহান আলী, নিমগাছী ৮নং ওয়ার্ডে দলীয় প্রার্থী ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো।
১,২ও৩ নং সংরক্ষিত নারী সদস্য পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নাসরিন আকতার তালুকদার, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে দলীয় প্রার্থী মৌসুমি খান ও ৭, ৮ও ৯নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হুসনে আরা পারভীন লাভলী।
রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কামরুননাহার জানান, ভোট গণনা শেষে বেসরকারী এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে প্রতিদ্বন্ধি না থাকায় চেয়ারম্যানসহ ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/সালাহ উদ্দীন