ময়মনসিংহের ফুলপুর থেকে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদ থেকে সরে গেলেও জয় পেয়েছেন আব্দুল খালেক। হাতী প্রতীক নিয়ে ৭৯ ভোট নিয়ে তিনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম (তালা) ৬৪ ভোট পেয়েছেন।
নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর পরও তিনি বিজয়ী হওয়ায় স্থানীয় ভোটার ও জনমনে কৌতুহল দেখা দিয়েছে। ভোটাররা বলছেন, খালেকের এ বিজয় স্থানীয় এমপি শরীফ আহমেদের প্রতি অনাস্থার বহি:প্রকাশ।
বিজয়ী প্রার্থী আব্দুল খালেক জানান, গত ১৪ ডিসেম্বর দলীয় সিদ্ধান্তে এবং স্থানীয় এমপি শরীফ আহমেদকে সম্মান দেখিয়ে প্রত্যাহরের পরদিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এরপরও ভোটাররা ভালবেসে আমাকে ভোট দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
স্থানীয় ভোটাররা জানান, গত মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ঢাকায়ও চলে যান তিনি। বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ফলাফল ঘোষণার পরই জানা যায় তিনি বিজয়ী হয়েছেন।
ভোটার শফিকুল ইসলাম মেম্বার জানান, খালেক ভাইয়ের সাথে মুঠোফোনে ভোট দেয়া নিয়ে কথা হলে তিনি আমাকে বলেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তোমাদের যাকে পছন্দ তাকে ভোট দাও। কিন্তু আমরা ভালোবেসে থাকে ভোট দিয়ে বিজয়ী করেছি। এটা তার প্রাপ্য ছিল।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/সালাহ উদ্দীন