শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে হুমায়ুন কবির রুমান ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় সমর্থিত প্রার্থী।
নির্বাচনে ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ১৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৭৪২জন। চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৪৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম