ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপত ইউসুফ খান পাঠান।
বুধবার সন্ধ্যায় বেসরকারী ভাবে সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খলিলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, নির্বাচনে আনারস প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান ১৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। স্বতন্ত্র অবস্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একেএম ফখরুল আলম চৌধুরী বাপ্পী পেয়েছেন ২৮৮ ভোট।
এদিকে ময়মনসিংহের ১৫ টি ওয়ার্ডে একমাত্র সাধারণ সদস্য পদে নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তাগাছা থেকে বেগম জোসনারা মুক্তি। একই ওয়ার্ড থেকে আহসান ইমতিয়াজ হবি কোন ভোট পায়নি বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়ন।