বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তাজ উদ্দিন আহমেদ পিকিং ও মো. মঞ্জুর মোল্লা ৩১টি করে ভোট পাওয়ায় তাদের ভাগ্য নির্ধারিত হয়েছে লটারিতে। রাত ৮টায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসে লটারির মাধ্যমে মো. মঞ্জুর মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এই ঘোষণায় বিজয়ী মো. মঞ্জুর মোল্লার সমর্থকরা উল্লাস প্রকাশ করতে থাকলেও কান্নায় ভেঙ্গে পড়েন পিকিং এর সমর্থকরা।
বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। একই ভাবে সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ২ জন প্রার্থী বিনা ভোটে বিজয়ী হওয়ায় ভোটে ১৩টি সাধারন ওয়ার্ডে ৩৫ জন এবং ২টি সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ১নং সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে অপর এক প্রার্থীর দায়ের করা মামলার কারণে উচ্চ আদালতের নির্দেশে স্থাগিত হয়েছে ওই সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন।
সাধারণ সদস্য পদে অপর নির্বাচিতরা হলেন- ২নং (চিতলমারী) ওয়ার্ডে এম এম ওলিউজ্জামানা, ৩নং (চিতলমারী) ওয়ার্ডে মো. মোহন আলী বিশ্বাস, ৪নং (ফকিরহাট) ওয়ার্ডে শেখ আব্দুর রাজ্জাক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৫নং (ফকিরহাট) ওয়ার্ডে মল্লিক আবুল কালাম সাহেব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬ নং (বাগেরহাট সদর) ওয়ার্ডে কাজী জাহিদ সারোয়ার টিটু, ৭নং (সদর) ওয়ার্ডে মো. ইব্রাহিম মোল্লা, ৮নং (রামপাল) ওয়ার্ডে অসিত বরন কুন্ডু, ৯নং (রামপাল) ওয়ার্ডে মুক্তিযোদ্ধা অতীন্দ্র নাথ হালদার, ১০ নং (মংলা) ওয়ার্ডে শেখ আব্দুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১নং (কচুয়া) ওয়ার্ডে শেখ মনিরুজ্জামান ঝুমুর, ১২নং (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. কামাল হোসেন, ১৩নং (মোরেলগঞ্জ) ওয়ার্ডে কে এম নাসির উদ্দিন, ১৪নং (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. শাহবুদ্দিন তালুকদার এবং ১৫নং (শরণখোলা) ওয়ার্ডে মো. মহিম আকন।
সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ২নং ওয়ার্ডে (ফকিরহাট-বাগেরহাট সদর) অঞ্জলী রানী দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩নং ওয়ার্ডে (কচুয়া-সদর-রামপাল) শরীফা খানম, ৪নং ওয়ার্ডে (মংলা-কচুয়া-মোরেলগঞ্জ) আফরোজা আখতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ৫নং (মোরেলগঞ্জ-শরণখোলা) মাছুদা আক্তার মুক্তা।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৩৬ জন। যাদের মধ্যে নারী ভোটার ছিলেন ২শ ১৪ জন এবং পুরুষ ৮শ ২২ জন।