লক্ষ্মীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার ভবানীগঞ্জ হাই স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় মিরাজ ও নিশাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় খেলার মাঠে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ( দা ছেনী, লাঠি-সোটা) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ, মোরশেদ, সাকিব, মারুফ ও মেহেদীসহ ৭জন আহত হয়।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক মিরাজ, মোরশেদ ও শাকিবের অবস্থা আশংকাজনক জানিয়ে ঢাকায় প্রেরণ করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে ৭জন আহত হয়। এর মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় বাবুল নামে ১ জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।