কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ১৩ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাঁশখালী ১৩ নম্বর কেন্দ্রে সদস্য পদে নির্বাচন স্থগিত করা হলেও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হয়েছে।
বুধবার ১৫টি কেন্দ্রে এ নির্বাচন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সামসুল আরেফিন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম এবং সংরক্ষিত মহিলা আসনসহ মোট ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্যপদে নির্বাচিতরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে আ ম ম দিলসাদ (হাতি), ৩ নম্বর ওয়ার্ডে আফতাব খান (তালা), ৪ নম্বর ওয়ার্ডে জাফর আহমেদ (টিউবওয়েল), ৫ নম্বর ওয়ার্ডে শওকত আলম শওকত (তালা), ৬ নম্বর ওয়ার্ডে ড. মাহমুদ হাসান (অটোরিকশা), ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইউনুছ (তালা), ১০ নম্বর ওয়ার্ডে দেবব্রত দাশ (তালা), ১১ নম্বর ওয়ার্ডে আবু আহমেদ চৌধুরী (তালা), ১৪ নম্বর ওয়ার্ডে জসীম উদ্দীন (হাতি), ১৫ নম্বর ওয়ার্ডে আনোয়ার কামাল (অটোরিকশা) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্ধারিত ২ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট উম্মে হাবিবা (বই), ৪ নম্বর ওয়ার্ডে রেহেনা বেগম চৌধুরী ( দোয়াত কলম), ৫ নম্বর ওয়ার্ডে শাহিদা আক্তার জাহান (হরিণ) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের চেয়াম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ সালাম চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্যের চারটি ওয়ার্ড ও সংরক্ষিত দুটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, ৭নং ওয়ার্ডের কাজী আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের কামরুল ইসলাম চৌধুরী, ১২নং ওয়ার্ডের এস.এম আলমগীর চৌধুরী, সংরক্ষিত ১নং ওয়ার্ডে রেহেনা আক্তার, ৩নং ওয়ার্ডে দিলুয়ারা ইউসুফ।