বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, বিকেলে বঙ্গবন্ধ সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ করে। এ সময় একটি বাস অবরোধ উপেক্ষা করে যাওয়ার সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যায়। লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।