পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার