রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।
নিহতের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল ডাকাতরা। এসময় পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত আহত হয়। তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
ঘটনাস্থল থেকে দুই রাইন্ড গুলি, একটি ওয়ান শুটার গান ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম