পাঁচদিনব্যাপী অষ্টম জয়পুরহাট জেলা স্কাউটস সমাবেশ আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্কাউটদের নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নেতৃত্ব ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তোলা লক্ষ্য নিয়ে আয়োজিত অষ্টম জয়পুরহাট জেলা স্কাউট সমাবেশ পরিণত হবে স্কাউটদের জেলা পর্যায়ে সবচেয়ে বড় মিলন মেলায়।
জয়পুরহাট কলেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে জেলার পাঁচ উপজেলার বাছাই করা ৫০টি স্কাউট দলের সাড়ে ৬শ’ স্কাউটস ও ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।
সমাবেশে স্কাউটসরা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে।
অষ্টম জেলা স্কাউট সমাবেশ সফল করতে আজ বৃহষ্পতিবার সমাবেশ সাংগঠনিক কমিটির এক সভা ক্যাম্প চীফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রোগ্রাম চীফ ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক আব্দুর রশিদ, জেলা স্কাউটসের সহ-সভাপতি শান্তি দেওয়ান, জেলা স্কাউট সম্পাদক আবুল বাশার মন্ডল, সহকারী কমিশনার (প্রশাসন) নন্দলাল পার্শী , সদর উপজেলা স্কাউট সম্পাদক হাসানুর রহমান, জেলা কাব লিডার হাবিবুর রহমান, সোহরাব হোসেন চৌধুরী প্রমুখ।
সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম