টাঙ্গাইলে গত ১০ বছরে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭.১০%, অস্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১৯.৯০% এবং খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের সংখ্যা ৫৫১ % বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারী-২০১৩ এর তথ্যের আলোকে “টাঙ্গাইল জেলার অর্থনৈতিক সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার” এ তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
সেমিনারে আরো বক্তৃতা করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।