নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামে বৃহস্পতিবার গভীররাতে গণপিটুনিতে শাহাবুদ্দিন নামের (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন।
নিহত সাহাবুদ্দিন জেলার সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের মৃত আনোয়ার আহম্মেদ আনোয়ারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীররাতে মুখোশপরা অস্ত্রধারী একদল ডাকাত কবিরহাট উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ছবির পাইক গ্রামের হুমায়ুন কবিরের বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ঢোকার ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাত দলকে ঘিরে ফেললে অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও সাহাবুদ্দিন ধরা পড়ে। উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত সাহাবুদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ