দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর গড় পাশের হার ৯২.৯৯ শতাংশ।
বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ২১ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১ হাজার ৫২৫ জন। এদের মধ্যে ছাত্র ৯৭ হাজার ১৪৪ জন ও ছাত্রী ১ লাখ ৪ হাজার ৩৮১ জন। গড় পাসের হার ৯২.৯৯ ভাগ।
ছাত্রদের পাসের হার ৯২.৫৪ ভাগ ও ছাত্রীদের পাসের হার ৯৩.৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
জেএসসি পরীক্ষায় শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ৮৯৯টি, কেউই পাশ করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ৬টি। মোট কেন্দ্র সংখ্যা ২৫০টি ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ১৪১টি।
ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, বিগত বছরের তুলনায় এবার ফলাফল ভাল হয়েছে। এবার পাশের হার সামান্য বেড়েছে ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দু'টিই বেড়েছে । গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ১৪৩ জন এবং এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব